ব্যবসায়ীরা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। তিনি বলেন, অসহনীয় দ্রব্যমূল্যের কারণে জীবনযাত্রা সংকটে।
গতকাল শুক্রবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মিলিত সামাজিক আন্দোলনের পঞ্চম জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রামেন্দু মজুমদার বলেন, আমরা বৈশ্বিক সংকটটা বুঝি—করোনা মহামারির পর বর্তমান সময়ে যুদ্ধ পরিস্থিতি। সেই সুযোগে দেশের ব্যবসায়ীরা যেভাবে লুট করছে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, আমাদের বৈষয়িক উন্নতি প্রচুর হয়েছে। তবে এর সঙ্গে পাল্লা দিয়ে মূল্যবোধের অবক্ষয়ও হয়েছে। এটা একেবারেই প্রত্যাশিত না। প্রতিবাদ না করতে করতে এটা একটা প্রতিবাদহীন সমাজে পরিণত হয়েছে।
অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, শোষণ-দুর্নীতিমুক্ত মুক্তিযুদ্ধের ভাবাদর্শের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন।