Home রঙ্গমঞ্চ অন্ধকার জীবন থেকে যেভাবে ফিরলেন নোরা

অন্ধকার জীবন থেকে যেভাবে ফিরলেন নোরা

নিউজ ডেস্ক

by Nahid Himel

বলিউড অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে নেচে দর্শক মনে জায়গা করে নিয়েছেন।

সম্প্রতি ‘ইনভাইট ওনলি’ নামক একটি টকশোতে উপস্থিত হয়ে নোরা তার প্রাক্তন প্রেমিক অঙ্গদ বেদিকে নিয়ে সমালোচনা করেছেন। নোরা বলেছেন, বিচ্ছেদের যন্ত্রণা খারাপ ছিল। প্রতিটি মেয়েকে তার জীবনে এমন পর্যায়ে যেতে হয়। ব্রেকআপের পর বেশ কয়েক দিন আমি কেঁদেছিলাম। এমনকি কাজও করিনি।

নোরা আরও বলেছেন যে, দুই মাসের ডিপ্রেশন কাটিয়ে উঠে তিনি কাজে ব্যস্ত হয়ে যান। কাজ তাকে তার ওই সময়ের অন্ধকার জীবন থেকে উদ্ধার করেছিল। ২০১০ সালে অঙ্গদ বেদি বিয়ে করেন নেহা ধুপিয়াকে।

প্রসঙ্গত, বর্তমানে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন নোরা। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘বাহুবলী : দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’। এ ছাড়াও আরও নতুন কিছু সিনেমা ও আইটেম গানে অভিনয় করছেন বলে জানা যায়।

এই বিভাগের আরো খবর

Leave a Comment