আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশ বিদ্যুৎ রপ্তানি করবে। গতকাল শনিবার (২২ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত সিনিয়র কৃষিবিদদের এক সম্মেলনে তিনি এ কথা বলেন"/>
Home জাতীয় আমরা আবার বিদ্যুৎ রপ্তানি করব : নানক

আমরা আবার বিদ্যুৎ রপ্তানি করব : নানক

নিউজ ডেস্ক

by Nahid Himel

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশ বিদ্যুৎ রপ্তানি করবে।

গতকাল শনিবার (২২ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত সিনিয়র কৃষিবিদদের এক সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, আন্তর্জাতিকভাবে সংকটের কারণে আমরা আপাতত লোডশেডিংয়ে নিমজ্জিত। আমরা ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি। রুপপুর পারমাণবিক কেন্দ্র চালু হলে বিদ্যুৎ রপ্তানি করব। এ জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে।

তিনি বলেন, ২০২৩ সাল সংকটের বছর হতে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী কোনো জিনিস গোপন রাখেন না। তিনি মানুষকে প্রস্তুতি নিতে বলেছেন। প্রতি ইঞ্চি জায়গা কাজে লাগাতে বলেছেন।

অনুষ্ঠানে দেড় সহস্রাধিক প্রবীণ কৃষিবিদ অংশ নেন।

 

এই বিভাগের আরো খবর

Leave a Comment