শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ যাত্রীর শর্টপ্যান্ট পুড়িয়ে পেস্ট আকারে রাখা ভেজা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ পদ্ধতিতে রাখা এবারই প্রথম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এসময় স্বর্ণ পাচারের দায়ে ওই তিন যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। যাত্রীদের নাম আলী আকবর, রফিকুল ইসলাম এবং মো. রুবেল।
গতকাল শনিবার (২২ অক্টোবর) রাতে ঢাকা কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা শফিক ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোরের দিকে বিমানবন্দরে তিন যাত্রীকে সন্দেহ হলে সার্চ করে তাদের কাছে থাকা শর্টপ্যান্টের ধরণ দেখে সন্দেহ হয়। পরে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত উদ্ধার ও যাচাই বাছাই করে স্বর্ণ পাচারের বিষয়টি নিশ্চিত হয় কাস্টমস। যাচাইয়ের সময় শর্টপ্যান্ট পোড়ালে এর থেকে ভেজা স্বর্ণ বেড়িয়ে আসে। উদ্ধার করা স্বর্ণের ওজন ২ কেজি ৩৮২ গ্রাম। এর দাম প্রায় দেড় কোটি টাকা।