Home মাঠে ময়দানে সুজন কথা বলায় মাইন্ড করেছে সাকিব!

সুজন কথা বলায় মাইন্ড করেছে সাকিব!

নিউজ ডেস্ক

by Nahid Himel

নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে টানা চার ম্যাচে ভরাডুবি। এরপর বিশ্বকাপ প্রস্তুতিতেও আফগানিস্তানের বিপক্ষে লজ্জাজনক পরাজয়ে যেন দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশ দলের। তাই ভক্ত-সমর্থক থেকে শুরু করে সংবাদমাধ্যমেও টাইগারদের নিয়ে সমালোচনা তুঙ্গে রয়েছে।

অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে মাঠে নামার আগ পর্যন্তও ক্রিকেটাররা সংবাদমাধ্যমকে এড়িয়ে চলছেন। কারণ, কথা বললেই তাদের বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস তৈরি হচ্ছে।

শুধু কি ক্রিকেটাররাই এড়িয়ে চলছেন, টিম ম্যানেজমেন্টের সদস্যরাও যতটুকু সম্ভব কম সময় দিচ্ছেন সাংবাদিকদের। এমন এক সময়ে কে বিধিনিষেধ আরোপ করেছেন, তা নিয়ে ধোঁয়াশা ছিল এতদিন।

তবে অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে থাকা বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কথায় ইঙ্গিত মিলছে সেই প্রশ্নের।

সাংবাদিকদের তিনি বলেছেন, আমি তো এমনিতেও কোনো সাক্ষাৎকার দিচ্ছি না এখন। তবু ওই দিন আপনাদের এক সাংবাদিকের সঙ্গে কথা বলছিলাম। কথা প্রসঙ্গে তাকে বলছিলাম, আপনারা টেকনিক্যাল বিষয় নিয়ে এত জানতে চান কেন? এগুলো দলের ভেতরের বিষয়, ভেতরেই থাকুক। এটা আবার সাকিবও দেখেছে। দেখে সে খুব মাইন্ড করেছে। ও এসে আমাকে বলল, আপনি এই কথা বলতে গেলেন কেন? আমরা তো বলেই দিয়েছি যে কথা বলব না। এরপর নিজের কাছেই নিজেকে খুব ছোট লেগেছে।

কিন্তু ক্রিকেটাররা কেন কথা বলতে চাইছেন না? এমন প্রশ্ন করা হলে সুজনও সদুত্তর দিতে পারেননি। এই বিষয়ে তিনি বলছিলেন, ওরাই কথা বলতে চায় না। কেন চায় না, তা ওরাই ভালো বলতে পারবে।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আগামী ২৪ অক্টোবর সকাল ১০টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।

এই বিভাগের আরো খবর

Leave a Comment