Home ৬৪ জেলা জয়পুরহাটে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান

জয়পুরহাটে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান

by Nahid Himel

জয়পুরহাট থেকে সংবাদদাতা ৷৷  শিক্ষার্থীদের  মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সোমবার সকালে ”এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা তথ্য অফিসের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় জয়পুরহাটের আক্কেলপুর সরকারি ফজর উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে ওই ”এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ। আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান মুক্তিযোদ্ধা সংসদ জয়পুরহাট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হেসেন, আক্কেলপুর উপজেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নবীবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মন। সবশেষে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী  শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী  ” এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠানে যোগদান করে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ  ধারণ এবং মহান মুক্তিযুদ্ধের  চেতনায় নিজেদের গড়ে তুলতে সক্ষম হবে বলে জানান, আয়োজক জেলা তথ্য কর্মকর্তা  রুপ কুমার বর্মন।

এই বিভাগের আরো খবর

Leave a Comment