বিএনপিই দেশের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
Home রাজনীতি বিএনপিই মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে: জাতীয় পার্টি

বিএনপিই মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে: জাতীয় পার্টি

নিউজ ডেস্ক

by Nahid Himel

বিএনপিই দেশের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘বিএনপির অভিযোগ, সমাবেশ করলে সরকার সমর্থক ও পুলিশ তাদের ওপর হামলা করছে। ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জাতীয় পার্টি রাজপথে নামলেই বিএনপির হামলা হতো।বিএনপির হামলায় জাতীয় পার্টি কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেনি। বিএনপিই জাতীয় পার্টির ওপর হামলা করে মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে। এখন সেই ধারাবাহিকতা চলছে।’

এ সময় তিনি বলেন, ‘সরকারের সদিচ্ছা না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আওয়ামী লীগ ও বিএনপি প্রমাণ করেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে। কিন্তু ওই সব নির্বাচনে যারাই হেরেছে, তারাই অভিযোগ করেছে নির্বাচন সুষ্ঠু হয়নি।’

চুন্নু বলেন, ‘আমরা চাই আনুপাতিক হারে নির্বাচন হোক। আনুপাতিক হারে নির্বাচন হলে ভোটে কারচুপি হবে না, মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে।’

 

1.3kShares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button

এই বিভাগের আরো খবর

Leave a Comment