Home রঙ্গমঞ্চ বাচ্চার শরীর বৃদ্ধি পেলে আমার চলাফেরাও সীমিত হবে : মাহি

বাচ্চার শরীর বৃদ্ধি পেলে আমার চলাফেরাও সীমিত হবে : মাহি

রঙ্গমঞ্চ ডে্স্ক

by Nahid Himel

বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন ঢাকাই সিনেমার সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর্তমানে তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। এ অবস্থায়ও শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

জানা গেছে, গত ১৭ ও ১৮ অক্টোবর বদিউল আলম খোকন পরিচালিত ‘অফিসার’ নামের একটি সিনেমার গানে অংশ নেন মাহি। তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে কক্সবাজারের পরিবর্তে সাভারে গানের চিত্রায়ন সম্পন্ন হয়েছে। আগামী মাসের প্রথম দিকে আরেকটি গানের শুটিংয়ে অংশ নেবেন নায়িকা।মাহি একটি গণমাধ্যমকে জানান, ‘সিনেমাটির শুধু দুটি গানের শুটিং বাকি ছিলো। এখন না করলে কাজটি ফেঁসে যাবে। আর তাই কষ্ট হলেও কাজ শেষ করে দিচ্ছি।’

তিনি আরও জানান, ‘সাবধানতা অবলম্বন করেই শুটিং করেছি। গানে কোনো নাচ ছিলো না, হেঁটে হেঁটে শুটিং করেছি।’নায়িকার ভাষ্য, ‘যত দিন যাচ্ছে, বাচ্চার শরীর বৃদ্ধি পাচ্ছে। ফলে আমার চলাফেরাও সীমিত হয়ে আসছে। বাচ্চার কারণে এখন প্রতিদিন একটি করে ইনজেকশন নিতে হচ্ছে। যত দিন যাবে, চলাফেরা কঠিন হতে থাকবে। সন্তান প্রসবের আগে এটাই (অফিসার) হয়তো শেষ কাজ।’

প্রসঙ্গত, ‘অফিসার’ সিনেমায় মাহির সঙ্গী হয়েছেন অভিনেতা ডি এ তায়েব। এর আগে একই পরিচালকের ‘অন্ধকার জগৎ’ সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা।

এই বিভাগের আরো খবর

Leave a Comment