ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে গতকাল সোমবার ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ছিল ঢাকায়। ফলে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দেয় জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। সেই জলাবদ্ধতা নিরসনে এবং ড্রেনে পানি নিষ্কাশন স্বাভাবিক করতে তাই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মীরা মধ্যরাতেই মাঠে নেমেছেন।
রাজধানীর মিরপুর এলাকায় সোমবার দিবাগত রাত ৩টায় জলাবদ্ধতা নিরসনের কাজে অংশ নেওয়া পরিচ্ছন্নতা পরিদর্শক হাবিবুর রহমান বলেন, বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ড্রেনে ময়লা আটকে পানি প্রবাহ ঠিকমতো হচ্ছিল না। এই অবস্থায় ডিএনসিসি থেকে সব আঞ্চলিক কার্যালয়ে নির্দেশনা আসে, আমরা সবাই যেন মাঠে থেকে জলাবদ্ধতা নিরসনে কাজ করি। এরপর আমরা কাজ শুরু করি।
তিনি বলেন, রাতে হঠাৎ ঝড়ো হাওয়ার কারণে অনেক স্থানে সড়কে গাছ ভেঙে পড়েছে। আমাদের আলাদা টিম ডিএনসিসির গাড়ি নিয়ে ওইসব গাছ সড়ক থেকে অপসারণের কাজ করছে। এ পর্যন্ত ১০ থেকে ১২টি স্থানে গাছ পড়ে থাকার খবর আমরা পেয়েছি। সেগুলো অপসারণেরও কাজ করছে ডিএনসিসির কর্মীরা।