Home বিশ্বমঞ্চ রাজার চেয়েও বিত্তবান ব্রিটিশ প্রধানমন্ত্রী

রাজার চেয়েও বিত্তবান ব্রিটিশ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

by Nahid Himel

রাজা তৃতীয় চার্লসের চেয়েও বিত্তবান যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ভারতীয় বংশোদ্ভূত এ রাজনীতিবীদের পারিবারিক সম্পত্তির পরিমাণ বর্তমানে ৭৩০ মিলিয়ন পাউন্ড। অন্যদিকে রাজা তৃতীয় চার্লস এবং রানী ক্যামেলিয়ার সম্পত্তির পরিমাণ ৩০০-৩৫০ মিলিয়ন পাউন্ড। খবর দ্য গার্ডিয়ানের।

এবারই প্রথম যুক্তরাজ্যের ইতিহাসে এমন একজন প্রধানমন্ত্রী হলেন যিনি দেশটির রাজার চেয়েও বেশি ধনী। মূলত স্ত্রী অক্ষতা মূর্তির বদৌলতেই এত সম্পত্তির মালিক হয়েছেন ঋষি সুনাক ও তার পরিবার। ব্রিটিশ প্রধানমন্ত্রীর শ্বশুর এন নারায়ণ মূর্তি (৭৫) প্রযুক্তি জায়ান্ট ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা।

চলতি বছরের শুরুতে সানডে টাইমসের সবচেয়ে ধনী ব্রিটিশ নাগরিকদের তালিকায় জায়গা করে নিয়েছিলেন ঋষি সুনাক।

এদিকে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে ধনী প্রধানমন্ত্রীর ধনী হওয়ার বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলাবলি করছেন, অত্যাধিক বিত্তবান হওয়ায় হয়তো তিনি সাধারণ মানুষের সমস্যাগুলো বুঝতে পারবেন না।

এই বিভাগের আরো খবর

Leave a Comment