Home রাজনীতি সরব ঢাকা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা

সরব ঢাকা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা

নিউজ ডেস্ক

by Nahid Himel

ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা সরব হয়ে উঠেছেন। সর্বত্র উৎসব-আমেজ বিরাজ করছে। ধামরাই, সাভার, কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ নিয়ে গঠিত ঢাকা জেলা সম্মেলন ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। দলের সর্বোচ্চ পর্যায়ের নেতাদের কাছে পদপ্রত্যাশীরা দেনদরবার ও তদ্বির করছেন। গুরুত্বপূর্ণ পদ পেতে নবীনরা মরিয়া হয়ে উঠেছেন। আবার স্বপদে বহাল থাকতে প্রবীণরাও অঘোষিত যুদ্ধে অবতীর্ণ হয়েছেন।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে ঢাকা-২০ (ধামরাই) আসনের দুইবারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ দুইবার দায়িত্ব পালন করছেন। সাধারণ সম্পাদক পদে রয়েছেন ঢাকা জেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও দোহার-নবাবগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। এবারও তাঁরা সভাপতি-সাধারণ সম্পাদক পদে আসতে পারেন। তবে সভাপতি পদে নসরুল হামিদ বিপু, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক মিজানুর রহমান মিজান ও মাসুদ চৌধুরীর নাম শোনা যাচ্ছে। যে যার মতো কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জোর লবিং-গ্রুপিং চালিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি মাঠপর্যায়ের নেতাকর্মীদের সমর্থন আদায়েরও চেষ্টা করছেন তারা।

বেনজীর আহমেদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতি ও আদর্শে রাজনীতি করি। অন্যদের মতো নীতি-আদর্শ বিসর্জন দিলে বহু আগেই এমপি, মন্ত্রী হতে পারতাম। কখনোই ক্ষমতার লোভে আদর্শচ্যুৎ হয়নি। বঙ্গবন্ধুকে ভালোবেসে ও দেশমাতৃকাকে রক্ষায় স্বাধীনতাযুদ্ধে অংশ নিয়েছিলাম। আজও দেশবাসীর মঙ্গলের জন্য নিরলসভাবে সংগ্রাম করে যাচ্ছি।

মাহবুবুর বলেন, নিজের জন্য রাজনীতি করি না। দেশ ও জনগণের জন্য রাজনীতি করি। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নীতি ও আদর্শে রাজনীতি করি।

এই বিভাগের আরো খবর

Leave a Comment