ঢাকাই সিনেমায় সুবাতাস বইছে। একের পর এক সিনেমা মুক্তির মিছিলে যোগ হচ্ছে ‘রাগী’। ইতোমধ্যে সিনেমাটির টিজার প্রকাশ্যে এসেছে, যা দেখে হল মালিকদের প্রত্যাশা বেড়েছে।
বগুড়ার মধুবনের কর্ণধার রোকুনুজ্জামান ইউনূস বলেন, রুচির পরিবর্তন না হলে দর্শক বিরক্ত হয়। সে পরিবর্তনে ‘রাগী’ বিশেষ ভূমিকা রাখবে। দারুন টিজার। নতুন ডায়মেনশন রয়েছে। দর্শক বিনোদনের খোরাক আছে।
নিউ গুলশান সিনেমার কর্ণধার আমির হামযা বলেন, অসাধারণ এক টিজার দেখলাম। নায়কের অ্যাকশন লুকটা একেবারেই গতানুগতিক অ্যাকশন লুক থেকে ভিন্ন। এ জাতীয় সিনেমার চাহিদা আমার হলে রয়েছে আর সে কারণেই সিনেমাটি নিতে মুখিয়ে আছি।
মুন্সীগঞ্জের পান্না সিনেমার কর্ণধার আসগর হোসেন বলেন, টিজারের আগে থেকেই অ্যাকশনধর্মী সিনেমা হিসেবে ‘রাগী’র আওয়াজ ছিলো। টিজার দেখে মনে হয়েছে বিনোদনের ষোলকলা পূর্ণতা পাবে।
জয়দেবপুরের ঝুমুর সিনেমার ব্যবস্থাপনা পরিচালক শরফুদ্দিন এলাহী সম্রাট বলেন, আমি বিশ্বাস করি, অক্টোবর হবে ‘রাগী’র।
এদিকে সিনেমাটি নিতে মুখিয়ে আছেন, এমনটাই জানিয়েছেন মাধবদীর চালাকচরের রুনা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক মানিক। তিনি বলেন, এখানে অ্যাকশনধর্মী সিনেমার প্রচুর দর্শক। অনেকদিন ধরেই অ্যাকশনের নামে ফালতু কিছু ছবি হচ্ছে, যা দেখে দর্শক প্রতারিত। যতদূর খবর নিয়ে দেখেছি ‘রাগী’ অ্যাকশন দিয়ে বিনোদনের চিত্র বদলে দেওয়ার মতো করে বানানো। টিজারে নায়কের লুকটা মনে ধরেছে।
‘রাগী’ সিনেমার পরিচালক মিজানুর রহমান মিজান বলেন, আমাদের সিনেমাটি সকল ক্লাসের উপযোগী করেই বানানো। তাই সিনেমা হল মালিকরাই নন, সিনেপ্লেক্স কর্তৃপক্ষও যোগাযোগ করছেন। বিস্তারিত দুই-তিন দিনের মধ্যেই সংবাদ সম্মেলন করে জানানো হবে।
তিনি আরও বলেন, একজন নির্মাতা হিসেবে কেবল চেষ্টা করেছি দর্শক যেন বিনোদিত হতে পারে। গাটের পয়সা যেন উসুল হয়। দর্শক বিনোদিত হলেই আমরা ‘রাগী’ টিম স্বার্থক।
প্রসঙ্গত, ‘রাগী’ সিনেমার বিভিন্ন চরিত্রে দেখা যাবে পারভেজ আবির চৌধুরী, মুনমুন, আঁচল, মৌমিতা মৌ, শতাব্দী ওয়াদুদ, মারুফ আকিব, খালেদা আক্তার, শাকিল আহমেদ, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, আর এফ রোমিও, লায়নসহ অনেকেই।