Home রাজনীতি ‘আওয়ামী লীগ আগের চেয়ে অনেক শক্তিশালী’

‘আওয়ামী লীগ আগের চেয়ে অনেক শক্তিশালী’

নিউজ ডেস্ক

by Nahid Himel

‘আওয়ামী লীগ আগের চেয়ে অনেক শক্তিশালী’ বলে মন্তব্য করেছেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ।

আজ শনিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগর পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আগমুহূর্তে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সম্মেলনের সফলতা নিয়ে কোনো সমস্যা নেই। চারদিক থেকে হাজার হাজার লোক আসা শুরু হয়ে গেছে। ইতোমধ্যেই আমরা খবর পাচ্ছি, এই মাঠে লাখো মানুষের একটা সমাবেশ ঘটবে। এখান থেকে একটা বার্তা এইটাই, বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল।

বেনজির আহমেদ বলেন, এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হচ্ছে, সেই কারণেই সবাই আমাদের এ সম্মেলনকে সফল করছেন। কোনো অপশক্তি যেন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, সেটা জানিয়ে দেওয়াই হলো আমাদের সম্মেলনের মূল উদ্দেশ্য। আওয়ামী লীগ এখন আগের চেয়ে অনেক অনেক শক্তিশালী। আওয়ামী লীগ এখনও মাঠে আছে। যেকোনো ধ্বংসাত্মক কর্মসূচি আমরা মোকাবিলা করতে প্রস্তুত আছি।

এদিকে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে ঢাকা জেলা সম্মেলন। এ জন্য সব প্রস্তুতিও সম্পন্ন করেছে দলটি।

দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ এ পাঁচটি উপজেলা নিয়ে গঠিত ঢাকা জেলা। সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে জেলার নেতাকর্মীদের মধ্যে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলাগুলো।

সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। ওই সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদকে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট ঢাকা জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Comment