Home Lead 3 আজ সপরিবারে ঢাকায় আসছেন কেনেডি জুনিয়র

আজ সপরিবারে ঢাকায় আসছেন কেনেডি জুনিয়র

নিউজ ডেস্ক

by Nahid Himel

কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে সপরিবারে ঢাকায় আসছেন অ্যাডওয়ার্ড এম কেনেডি জুনিয়র। আট দিনের সফরে শনিবার (২৯ অক্টোবর) আসছেন তিনি। ঐতিহাসিক এ সফরে আগামী ৫ নভেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন কেনেডি জুনিয়র।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী আয়োজনের অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

অ্যাডওয়ার্ড এম কেনেডি হচ্ছেন প্রয়াত মার্কিন সিনেটর অ্যাডওয়ার্ড এম কেনেডির ছেলে ও প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা। সফরে কেনেডি জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের স্পিকার্স প্রোগ্রামের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে তার পিতার জোরালো সমর্থনের উত্তরাধিকার স্মরণে বক্তৃতা করবেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে তার বাবার রোপণ করা বটগাছ পরিদর্শন করবেন তিনি।

প্রতিবন্ধীদের নাগরিক অধিকার নিয়ে কাজ করা আইনজীবী কেনেডি জুনিয়র সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দ্য আর্টস-এ প্রতিবন্ধীদের অধিকারের ওপর একটি বক্তৃতা দেবেন।

বাংলাদেশে এক সপ্তাহের সফরকালে কেনেডি পরিবার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করবেন। সুশীল সমাজের প্রতিনিধি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আবদুল মোমেনসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন তিনি।

তার পরিবারের সদস্য ড. ক্যাথেরিন ‘কিকি’ কেনেডির (স্ত্রী), টেডি কেনেডি (ছেলে), গ্রেস কেনেডি অ্যালেন (ভাতিজি) ও ম্যাক্স অ্যালেন (ভাতিজা) তার সঙ্গে বাংলাদেশে সফরে আসছেন।

এই বিভাগের আরো খবর

Leave a Comment