দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ২৯০ আসনে জিতবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম ক্লাবে বিএনপির মিডিয়া সেলে এক সভায় তিনি এ কথা বলেন। রুমিন ফারহানা বলেন, আজকে কিংবা কাল"/>
Home রাজনীতি কত আসনে জিতবে বিএনপি, জানালেন রুমিন ফারহানা

কত আসনে জিতবে বিএনপি, জানালেন রুমিন ফারহানা

নিউজ ডেস্ক

by Nahid Himel

দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ২৯০ আসনে জিতবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম ক্লাবে বিএনপির মিডিয়া সেলে এক সভায় তিনি এ কথা বলেন। রুমিন ফারহানা বলেন, আজকে কিংবা কালকে দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৯০ আসন পাবে। বিএনপি চাইলেই তখন একক সরকার গঠন করতে পারবে। কিন্তু বিএনপি সর্বক্ষেত্রে অংশীদারত্বে বিশ্বাস করে। এজন্যই জাতীয় সরকারের ধারণা দিয়েছি আমরা। তিনি বলেন, বিচার বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান আজ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। এজন্য বড়সড় আকারে রাষ্ট্র মেরামতের প্রয়োজন। বিএনপির এ সংসদ সদস্য বলেন, দেশে অনেক ছোট ছোট রাজনৈতিক দল আছে, যাদের অনেক প্রাজ্ঞ ও অভিজ্ঞ নেতা রয়েছেন। বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে সেই ছোট দলেরও প্রাজ্ঞ-অভিজ্ঞ নেতাদের সঙ্গে নিয়ে তাদের হাতে হাত ধরে সম্মিলনের মাধ্যমে আমরা জাতীয় সরকার গঠন করবো।

 

এই বিভাগের আরো খবর

Leave a Comment