দশ ডিসেম্বরের পর খালেদা জিয়ার কথায় দেশ তো দূরের থাক, বিএনপি চলবে কি না সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী।
গতকাল শনিবার (২৯ অক্টোবর) সকালে মাদারীপুরের শিবচরে রিজিয়া বেগম মহিলা কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নারের উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, শেখ হাসিনার দয়ায় খালেদা জিয়া জেলের পরিবর্তে এখন নিজ বাড়িতে থাকছেন। তার কথায় বিএনপি চলবে, এমনটি শুনে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ছেন। আগামীতে মায়ের কথায় বিএনপি চলবে, নাকি ছেলের কথায় চলবে সেটাই এখন দেখার বিষয়।
জাতীয় পার্টির বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টির কোনো নেতা সংসদ সদস্য হবেন- এটা চিন্তা করাও দুঃস্বপ্ন। জাতীয় পার্টিতে এখন দেবর-ভাবির লড়াই চলছে।
শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা।