Home তথ্যপ্রযুক্তি টুইটারে কর্মী ছাঁটাইয়ের তালিকা করার নির্দেশ মাস্কের

টুইটারে কর্মী ছাঁটাইয়ের তালিকা করার নির্দেশ মাস্কের

নিউজ ডেস্ক

by Nahid Himel

রেকর্ড ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার পরই ছাঁটাই শুরু করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। এরই মধ্যে সংস্থাটির শীর্ষ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন তিনি। এবার সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে যে, কর্মী ছাঁটাই করার জন্য তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন মাস্ক।

মার্কিন সংবাদমাধ্যমটি জানিয়েছে যে, টুইটারের নিয়ন্ত্রণ নেয়ার পর শনিবার কর্মীদের ছাঁটাই শুরু করার পরিকল্পনা করেছিলেন মাস্ক।

বিষয়টি সম্পর্কে অবহিত সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীদের ছাঁটাই করার জন্য তালিকা তৈরি করতে বলা হয়েছে।

টুইটার কেনার আগে মাস্ককে উদ্ধৃত করা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছিল যে, টুইটার কিনলে মাস্ক ৭৫ শতাংশ কর্মী ছাঁটাই করতে পারেন।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ছাঁটাইয়ের হিসেবে বিভাগ অনুযায়ী কমবেশি হতে পারে। তবে কতজনকে ছাঁটাই করা হবে তা নিশ্চিত নয়। সংস্থাটিতে এখন প্রায় সাড়ে সাত হাজার কর্মী কর্মরত।

প্রতিবেদনে বলা হয়েছে, পহেলা নভেম্বরের আগেই এসব ছাঁটাই করা হতে পারে। কারণ এই তারিখের পর ছাঁটাই করলে কর্মীদের ক্ষতিপূরণের অংশ হিসেবে স্টক অনুদান পাওয়ার কথা ছিল। এর মাধ্যমে মাস্ক কর্মীদের অনুদান প্রদান করা এড়াতে পারেন।

মাস্ক বিনিয়োগকারীদের বলেছেন যে, তিনি টুইটারকে ব্যক্তিগতভাবে নেবেন এর কর্মশক্তি হ্রাস করবেন। এর বিষয়বস্তু নিয়ন্ত্রণের নিয়মগুলো ফিরিয়ে দেবেন।

শুক্রবার মাস্ক টুইটবার্তায় বলেছেন যে, সামাজিকম মাধ্যম কোম্পানি একটি কন্টেন্ট মডারেশন কাউন্সিল গঠন করবে এবং কোনও বড় বিষয়বস্তুর সিদ্ধান্ত বা অ্যাকাউন্ট পুনঃস্থাপন এই ধরনের সিদ্ধান্ত সংস্থার বৈঠকের পরে নেওয়া হবে।

তিনি বলেছেন যে, ‘স্পষ্ট করে বলতে গেলে, আমরা এখনও টুইটারের বিষয়বস্তু নিয়ন্ত্রণ নীতিতে কোনো পরিবর্তন করিনি।’

অধিগ্রহণ সম্পন্ন হওয়ার পরই সিইও পরাগ আগরওয়াল, আইনি নির্বাহী বিজয়া গাড্ডে, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার নেড সেগাল এবং জেনারেল কাউন্সেল শন এজেটকে বরখাস্ত করেন মাস্ক।

এই বিভাগের আরো খবর

Leave a Comment