আগামী ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী তথা ৫০ বছর পূর্তিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব সমাবেশ সফল করার লক্ষ্যে নীলফামারী জেলা যুবলীগের উদ্দ্যোগে শনিবার বিকেলে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট রমেন্দ্রনাথ বর্ধণ বাপির সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবু সুফি সবুজ, অর্থ সম্পাদক শাহ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক জাফর সাদেক তুহিন ও নুরে আলম বাবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমূখ।