Home ব্যবসাপাতি বৈধ পথে যারা দেশে রেমিট্যান্স প্রেরণ করে এটি তাদের দেশ-প্রেমের অংশ : দুবাই কনসাল জেনারেল

বৈধ পথে যারা দেশে রেমিট্যান্স প্রেরণ করে এটি তাদের দেশ-প্রেমের অংশ : দুবাই কনসাল জেনারেল

নিউজ ডেস্ক

by Nahid Himel

বৈধ পথে যারা দেশে রেমিট্যান্স প্রেরণ করে এটি তাদের দেশ প্রেমের একটি অংশ বলে মন্তব্য করেছেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

গত সোমবার ২৪ অক্টোবর বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন ইন্টারন্যাশনাল সিটি দুবাই এর আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে মিলাদ মাহফিল এবং অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ(সঃ) ছিলেন একজন দেশপ্রেমী । তাই হিযরতের সময় যখন তার দেশ ছাড়তে হয়েছিল,তখন তিনি অঝোড়ে চোখের পানি জড়িয়েছিলেন। তাই আমাদের সকলের প্রয়োজন মহানবীকে অনুসরণ করে নিজেদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলা।

মাহফিলে এসোসিয়েশনের আহবায়ক এবং বর্তমান উপদেষ্টা মোহাম্মদ জসিম উদ্দীন বলেন,যার যার পছন্দের রাজনৈতিক দল থাকতে পারে। সবাইকে নিয়ে বিজনেস এসোসিয়েশন নাম নিয়ে সংগঠনের যাত্রা শুরু হলেও মুলত এটি মানবতার সংগঠন। এখানে কারো রাজনৈতিক পরিচয় নেই। কেবল মানবতার কাজ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।

এসময়, ‘নতুনত্বের পথে প্রবাসীদের সাথে, আমার অহংকার আমি একজন রেমিটেন্স যোদ্ধা ‘এ স্লোগানের আলোকে এগিয়ে যাওয়া বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের ইন্টারন্যাশনাল সিটি দুবাই সংগঠন’টির নের্তৃবৃন্দগন আগামীতে মানবতার কাজে নিজেদের সংগঠনকে উৎসর্গ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

উক্ত সভায় সর্বসম্মতিক্রমে মারুফ উল হক কে সভাপতি, শাহ আলমকে সাধারণ সম্পাদক এবং রেজাউল করিম রিজুকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করে নতুন কমিটি ঘোষনা করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে কমিউনিটি নের্তৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন ইসমাইল গনি চৌধুরী,কাজী মোহাম্মদ আলী, ইয়াকুব সৈনিক,শিমুল মোস্তফা সি আই পি,কামাল হোসেন সুমন,সাংবাদিক কামরুল হাসান জনি, মাওলানা ওমর ফারুক সহ আরও অনেকে।

সংগঠনের উপদেষ্টা মন্ডলীর মধ্যে আরো উপস্থিত ছিলেন, আহমেদ রশিদ,সাইফুল ইসলাম,মোহাম্মদ শফিক সহ সংগঠনের সকল নেতৃবৃন্দগন।

এই বিভাগের আরো খবর

Leave a Comment