Home ৬৪ জেলা দুর্নীতির অভিযোগ প্রমাণিত, পদ হারালেন চেয়ারম্যান

দুর্নীতির অভিযোগ প্রমাণিত, পদ হারালেন চেয়ারম্যান

দিনাজপুর বিরামপুর থেকে সংবাদদাতা-

by Nahid Himel

সরকারি চাল আত্মসাৎ, অনৈতিকভাবে টাকা আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে স্থায়ীন সরকার আইন মোতাবেক চেয়ারম্যানের পদটি শূন্যের গেজেট প্রকাশ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে দিওড় ইউপির চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়।

ওই ইউনিয়নের চেয়ারম্যানের নাম আব্দুল মালেক মণ্ডল।

এই বিভাগের আরো খবর

Leave a Comment