এক সময়ের তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘কোথাও কেউ নেই’র বাকের ভাই ওরফে আসাদুজ্জামান নূরের জন্মদিন আজ। সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের জীবনে যোগ হলো আরো একটি বসন্ত। আজ ৭৫ পেরিয়ে ৭৬-এ পা দিয়েছেন তিনি। তার অভিনয় জীবন শুরু হয় মঞ্চ নাটকের মাধ্যমে। দেশের অন্যতম সেরা নাট্য সংগঠন নাগরিক নাট্য সম্প্রদায়ে স্বাধীনতা পরবর্তী সময় থেকে শুরু করে এখন পর্যন্ত যুক্ত রয়েছেন। নাটকেরও দাপুটে অভিনেতা তিনি। ১৯৭৪ সালে আবদুল্লাহ আল মামুনের লেখা ‘রঙের ফানুস’ নাটকের মাধ্যমে টেলিভিশনে যাত্রা শুরু হয় তার। নব্বইয়ের দশকে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ নাটকে বাকের ভাই চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি। পরে দেশ টিভির ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করে নিজেকে নিয়ে যান নতুন এক উচ্চতায়। সংস্কৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য স্বাধীনতা পদকসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন গুণী এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। রাজনৈতিক ব্যস্ততার কারণে অভিনয়ে কম দেখা গেলেও সম্প্রতি সরকারি অনুদানের সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’ তে যুক্ত হয়ে ফিরছেন পর্দায়।
previous post