Home রাজনীতি স্পিকারের আশ্বাসে সংসদে জাতীয় পার্টি

স্পিকারের আশ্বাসে সংসদে জাতীয় পার্টি

নিউজ ডেস্ক

by Nahid Himel

একদিন আগে জাতীয় সংসদের অধিবেশন বর্জনের ঘোষণা দিলেও গতকাল সোমবার অধিবেশনে যোগ দিয়েছে প্রধান বিরোধীদল জাতীয় পার্টি।
সোমবার বিকাল সাড়ে ৪টায় একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হলে তারা এতে যোগ দেয়।

বিরোধী দলের নেতা রওশন এরশাদ অসুস্থ থাকায় কিছুদিন ধরে জাতীয় পার্টি জি এম কাদেরকে বিরোধী দলের নেতা করার দাবি জানিয়ে আসছে। গত ১ সেপ্টেম্বর জাতীয় পার্টি বিরোধীদলের নেতা হিসেবে জি এম কাদেরের নাম চুড়ান্ত করে স্পিকারের কাছে পাঠানো হয়। তবে এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, স্পিকারের আশ্বাসের প্রেক্ষিতে জাতীয় পার্টির সংসদ সদস্যদের অধিবেশনে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন পার্টি চেয়ারম্যান জি এম কাদের। রোববার জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হয়। চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত।

এই বিভাগের আরো খবর

Leave a Comment