Home জাতীয় কর্মসূচিতে বাধা নেই, অপরাধে ছাড় নেই: ডিএমপি কমিশনার

কর্মসূচিতে বাধা নেই, অপরাধে ছাড় নেই: ডিএমপি কমিশনার

নিউজvডেস্ক

by Nahid Himel

নিবন্ধিত দলের রাজনৈতিক কর্মসূচি পালনে পুলিশের কোনো বাধা নেই বলে জানিয়েছেন নবনিযুক্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, তবে রাজনীতির নামে কেউ ফৌজদারি অপরাধ করলে তার বিরুদ্ধে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো, কঠোর হস্তে জঙ্গি দমনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

গতকাল সোমবার (৩১ অক্টোবর) দায়িত্ব নেয়ার পর দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

মিট দ্য প্রেসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক মিছিল-মিটিং রাজনৈতিক দলের অধিকার। নিবন্ধিত দলের এ ধরনের কর্মসূচি পালনে বাধা নেই। তবে কর্মসূচির নামে জ্বালাও-পোড়াও, বিশৃঙ্খলতা মেনে নেয়া হবে না। এগুলো ফৌজদারি অপরাধ। আইনের ধারা অনুযায়ী, এই ধরনের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, থানাকে গণমুখী ও সেবামুখী করতে আমরা বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করেছি। এগুলো সঠিকভাবে চলাফেরা করছে কিনা কিংবা সঠিকভাবে সেবা পাচ্ছে কিনা তাও মনিটরিং করা হচ্ছে।

এছাড়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ দেয়া হয়েছে, প্রতি সপ্তাহে শুক্রবার বিভিন্ন মসজিদে জুমার নামাজের আগে বক্তব্য দেবেন তারা। যাতে মানুষজন অপরাধ থেকে বিরত থাকে।

এই বিভাগের আরো খবর

Leave a Comment