হারতে হারতে শেষ পর্যন্ত জয় পেল ভারত। বাংলাদেশের বিপক্ষে পরাজয়ে শঙ্কিত রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি শেষ বলে গিয়ে জয় নিশ্চিত করে।
টার্গেট তাড়ায় লিটন দাসের ব্যাটিং তাণ্ডবে ৭ ওভারে ৬৬ রান করে জয়ের পথেই ছিল বাংলাদেশ। কিন্তু এরপর বৃষ্টি শুরু হলে আউটফিল্ড ভিজে যায়। রান তাড়া করা কষ্টকর হয়। কোনো উইকেট না হারিয়ে ৬৮ রান করা বাংলাদেশ পরের ৪০ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়।
শেষ বলে বাংলাদেশ দলকে ৫ রানে হারিয়ে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল ভারত।
ম্যাচ শেষে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, আমরা আসলে স্নায়ুচাপ সামলে খেলতে চেয়েছিলাম। কিন্তু ম্যাচের শেষ দিকে নার্ভ ধরে রাখা কঠিন হয়ে যায়। শেষ পর্যন্ত এটি একটি ভালো জয় ছিল। ডেথ ওভারে আর্শদীপ খুবই ভালো বোলিং করেছে। বুমরাহ না থাকায় আমরা আর্শদীপকে ডেথ ওভারের জন্য ৮-৯ মাস ধরে প্রস্তুত করেছি।
টুর্নামেন্টে ব্যর্থ লোকেশ রাহুল বাংলাদেশের বিপক্ষে ৩২ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার প্রশংসা করে ভারতীয় অধিনায়ক বলেন, লোকেশ রাহুল যেভাবে ব্যাটিং করেছে, সেটা তার এবং দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি সে কোন ধরনের প্লেয়ার।
রোহিত আরও বলেন, আজকে আমরা যে কয়েকটি ক্যাচ নিয়েছি তা দেখতে দুর্দান্ত ছিল। আপনি যখন হাজার হাজার দর্শকের সামনে খেলছেন তখন এমন ক্যাচ লুফে নেয়া সহজ কাজ নয়।