সরকার নিজেদের পতনের ধ্বনি শুনতে পাচ্ছে, তাই আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের হিড়িক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল বৃহস্পতিবার (৩ নভেম্বর) গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।ফখরুল বলেন, দুঃশাসনের বিরুদ্ধে তৃণমূলে জনগণের উত্থান দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে। তাই মানুষের মনে ভীতি সৃষ্টি করতে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে জুলুম-নির্যাতন চালাচ্ছে। নেতাকর্মীদের গ্রেপ্তার করতে সাঁড়াশি অভিযান শুরু করেছে।তিনি বলেন, বুধবার রাত থেকে ঢাকার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাদের গ্রেপ্তার করেছে। এমনকি নেতাকর্মীদের বাসায় না পেয়ে পরিবারের লোকজনদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে।বিএনপির মহাসচিব বলেন, দেশে আইনের শাসনকে অদৃশ্য করে নেতাকর্মীদের জামিন বাতিলের মাধ্যমে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। দেশের মানুষ এক ভয়াবহ আতঙ্ক ও অস্বস্তির মধ্যে দিন যাপন করছে।
এ সময় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, আটকদের নিঃশর্ত মুক্তি এবং বাসায় পুলিশি অভিযান ও হয়রানি বন্ধের আহ্বান জানান ফখরুল।