জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, বিএনপি জানে ক্ষমতায় যেতে না পারলে তারা ধ্বংস হয়ে যাবে। আওয়ামী লীগও জানে বিএনপি ক্ষমতায় গেলে তাদের মুসলিম লীগ বানাবে।
গতকাল বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন।
চুন্নু বলেন, ক্ষমতায় যেতে আওয়ামী লীগ আর বিএনপি দেশব্যাপী মারামারি শুরু করেছে। ক্ষমতার লোভে সামনে হয়তো আরও মারামারি হবে। কিন্তু দেশের মানুষ জানে এই দুটি দল দেশে সুশাসন দিতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, দেশের মানুষের অস্থা এখন জাতীয় পার্টি। তাই জাপার অগ্রযাত্রা রোধ করা অসম্ভব। পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা বোকার রাজ্যে বাস করেন।
এ সময় জাতীয় পার্টি ক্ষমতায় গেলে সবাই নিরাপদ থাকবে বলেও জানান জাপার মহাসচিব।