বলিউডের জনপ্রিয় প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরসম্প্রতি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। তার এই ফ্ল্যাটটি মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত। তবে ফ্ল্যাটটি কিনতে মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়েছে তাকে। খবর: ইন্ডিয়া টুডে।
গণমাধ্যমটি জানায়, বান্দ্রার পালি হিল এপার্টমেন্টের প্রথম এবং দ্বিতীয় তলায় গড়ে উঠেছে ৬ হাজার ৪২১ স্কয়ার ফিটের ডুপ্লেক্স এই ফ্ল্যাটটি। এটি কিনতে জাহ্নবীকে খরচ করতে হয়েছে ৬৫ কোটি রুপি। যা বাংলাদেশি টাকায় ৮০ কোটি ১১ লাখ ১ হাজার ১৮ টাকা। সেই সঙ্গে ফ্ল্যাটটির প্রথম তলায় বাগানের জায়গা এবং সুইমিংপুলের সুব্যবস্থা রয়েছে।
জানা গেছে, গত ১২ অক্টোবর (বুধবার) জাহ্নবী কাপুর, খুশি কাপুর (বোন) এবং তার বাবা বনি কাপুরের নামে ফ্ল্যাটটি রেজিস্ট্রি করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে ‘ধড়ক’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবী কাপুরের। এরপর একে একে ‘রুহি’,‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’,‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেন তিনি। বর্তমানে তার হাতে বেশ কয়েকটি ছবি রয়েছে। এ ছাড়া আজ মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘মিলি’