বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়াকে জেলে পাঠানোর হুমকি দিয়ে আন্দোলন দমানো যাবে না।’
গতকাল শুক্রবার সকালে রাজধানীর গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল আরও বলেন, ‘তারা যে কত প্রতিহিংসাপরায়ণ, তারা যে গণতন্ত্রে বিশ্বাস করে না, বিচারব্যবস্থার স্বাধীনতায় বিশ্বাস করে না তার (প্রধানমন্ত্রী) এ উক্তি থেকে তা প্রমাণিত হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই ধরনের উক্তি করেছেন তিনি। হুমকি-ধমকি দিয়ে বিএনপির আন্দোলন থামানো যাবে না।’
বিএনপি মহাসচিব বলেন, ‘যে আন্দোলন শুরু হয়েছে, জনগণের এ আন্দোলনকে কেউ দমাতে সক্ষম হবে না। মানুষ তার অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছে, লড়াই করছে। এখানে ওই হুমকি দিয়ে কোনো কাজ হবে না।’
তিনি বলেন, ‘জনগণ এবার জেগে উঠেছে। যেকোন ত্যাগের বিনিময়ে তারা এবার গণতন্ত্র ফিরিয়ে আনবে-এটাতে তারা বদ্ধপরিকর। সত্যিকার অর্থেই তারা জনগণের সরকার ও জনগণের পার্লামেন্ট গঠন করবে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। সে জন্য প্রথম যে শর্ত আমরা দিয়েছি যে প্রধানমন্ত্রীকে তার সরকারসহ পদত্যাগ করতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘সরকার জনগণকে ভয় পাচ্ছে, মানুষকে ভয় পাচ্ছে। যেভাবে মানুষ জেগে উঠছে, এখানে গণঅভ্যুত্থান সৃষ্টি হবে। আমি বিশ্বাস করি, এখানে গণঅভ্যুত্থান সৃষ্টির মধ্য দিয়ে তাদেরকে (আওয়ামী লীগ) সরে যেতে হবে। সে কারণেই আমরা অনেকবার বলেছিলাম যে, এখনো সময় আছে সেইভ এক্সিট নিন। রিজাইন করেন এবং ক্ষমতা কেয়ারটেকার গভর্মেন্টের হাতে দেন। তাহলে একটা সেইভ এক্সিট হতে পারে।