ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল শনিবার (৫ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ উদযাপন ও জাতীয় সমবায় পুরস্কার-২০২১ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এদিন গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। খবর বাসসের।
তিনি আরও বলেন, আমরা বিভিন্ন গৃহীত পদক্ষেপে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছি, আমরা প্রতিটি ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ দিয়েছি, যদিও এখন ইউক্রেন যুদ্ধ ও নিষেধাজ্ঞার কারণে আমাদের বিদ্যুৎ উৎপাদনে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।
সবাইকে উৎপাদন বাড়ানো এবং সঞ্চয়ের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, বর্তমান যুগে সারাবিশ্বের খাদ্যাভাব জিনিসপত্রের দাম বেড়ে গেছে। উন্নত দেশগুলোর কথা বলছি, আমি আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের কথা বলছি। সেই ক্ষেত্রে আমাদেরকে আরও উৎপাদন বাড়াতে হবে, যাতে করে এই অভিঘাত থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা করা যায়, সেই ব্যবস্থাটা নিতে হবে।
তিনি বলেন, সাধারণ মানুষের খাদ্য কেনা বা আমাদের চাষ যাতে ঠিক মতো হয় সে দিকে আমরা লক্ষ্য রাখছি। সার-তেল-ভোজ্য তেল উচ্চ মূল্যে কিনতে হচ্ছে, পরিবহন খরচও বৃদ্ধি পেয়েছে। সে দিকে লক্ষ্য রেখে আমাদের সবাইকে মিতব্যয়ী হতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলাম, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। অনুষ্ঠানে জাতীয় সমবায় পুরস্কার-২০২১ প্রাপ্তদের হাতে পদক তুলে দেওয়া হয়।