Home বিশ্বমঞ্চ অবতরণের সময় বিমান বিধ্বস্ত, নিহত ১৯

অবতরণের সময় বিমান বিধ্বস্ত, নিহত ১৯

নিউজ ডেস্ক

by Nahid Himel

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে।

রোববার (৬ নভেম্বর) দেশটির বুকোবা শহরের একটি বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি ভিক্টোরিয়া লেকে বিধ্বস্ত হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, মওয়ানজা থেকে বুকোবা যাচ্ছিল পিডব্লিউ-৪৯৪ বিমানটি। এতে ৪৯ জন যাত্রী ছিল। তাদের মধ্যে এখন পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটির প্রায় ‌‌দুই তৃতীয়াংশ ভিক্টোরিয়া লেকে ডুবে গেছে। বিমানটির উপরের অংশ কেবল পানির ওপরে দৃশ্যমান।

ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এক টুইট বার্তায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান।

এই বিভাগের আরো খবর

Leave a Comment