৩৫০০ ভাতাভোগীর ভাতার টাকা তাদের মোবাইল নাম্বার পরিবর্তন করে অন্য মোবাইল নাম্বারে প্রেরণ করার অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে বরখাস্ত করা হয়েছে।
গত ৩ নভেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম এক প্রজ্ঞাপনে এ সাময়িক বরখাস্তের আদেশ দেন।
জানা গেছে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন কালিগঞ্জে যোগদানের পর থেকে বিভিন্ন ভাতার টাকা অন্য নাম্বারে চলে যাওয়ায় ভাতা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছিলেন ভাতাভোগীরা। তারা অফিসে এসে তাদের সমস্যার বিষয়টি জানালেও কোনো সুরাহা হয়নি।
একপর্যায়ে ভাতা না পেয়ে ভুক্তভোগীরা উপজেলা সমাজসেবা অফিস ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে সমাজসেবা অধিদপ্তরের একটি দল তদন্ত করে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হন।
সমাজসেবা অফিসের আইডি পাসওয়ার্ড সমাজসেবা কর্মকর্তা আব্দুলাহ আল মামুনের নিয়ন্ত্রণে থাকার নিয়ম থাকলেও আইডি পাসওয়ার্ড তার অফিসের সব স্টাফের সঙ্গে শেয়ার করেন তিনি। এভাবে পরিকল্পিতভাবে অসহায় দরিদ্র ৩৫০০ ভাতাভোগীর টাকা অন্য নাম্বারে প্রেরণ করার পর আত্মসাৎ করা হয়।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য বরখাস্ত হওয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের ব্যবহৃত মোবাইল নাম্বারে (০১৭০৮-৪১৪৯৮৮) একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।