অধিক লাভের আশায় দেশে আগাম আলু উৎপাদনে খ্যাত নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকেরা আগাম আলু চাষ শুরু করেছে।
বিভিন্ন ইউনিয়নে আগাম আলু রোপণে কৃষকদের প্রাণচাঞ্চল্য নজর কাড়ছে। বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের আলুচাষি আনারুল ইসলাম জানান, গত বছর ৩ বিঘা জমিতে ৩৯ বস্তা আগাম আলু হয়েছে। ৯০ টাকা কেজি ধরে বিক্রি করে খরচ বাদে তিনি ২ লাখ টাকা আয় করেছেন। এবার ধান কাটার পর ১০ বিঘা জমিতে আগাম আলু রোপণ করছেন।
এদিকে রণচণ্ডী ইউনিয়নের কুটিপাড়া গ্রামের আলুচাষি মোজাম্মেল হক ৫ বিঘা, ফরিদুল ইসলাম ৭ বিঘা জমিতে আগাম আলু রোপণ করছেন। তারা জানান, সঠিক সময় আলু উত্তোলন করতে পারলে ৭০ থেকে ৮০ টাকা কেজি বাজার দর ধরতে পারবেন। গত বছর ৮০ টাকা কেজি দরে আগাম আলু বিক্রি করে প্রতি বিঘায় ৪০ হাজার টাকার উপরে লাভ করেছেন।
উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান জানান, চলতি বছর ৪ হাজার ৫শ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে; যা গত বছরের চেয়ে ১শ হেক্টর বেশি। এ বছর আগাম আমন ধানের ভালো ফলন পেয়ে কৃষকেরা অধিক লাভের আশায় আগাম আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছেন।