নীলফামারীর কিশোরগঞ্জে আরও ১২৭টি গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ রঙিন পাকা বাড়ি। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তাদের এসব বাড়ি উপহার দিচ্ছেন।
জানা যায়, উপজেলার বড়ভিটা টটুয়ারডাঙ্গায়, পুটিমারীর ধাপেরডাঙ্গায় ও মাঝাপাড়ায় গৃহহীনদের জন্য নির্মিত হয়েছে এসব দৃষ্টিনন্দন বাড়ি। অগ্রাধিকারের ভিত্তিতে ভিক্ষুক, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্ত ভূমিহীন ও গৃহহীনকে বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দপ্রাপ্তরা কেউ থাকেন পলিথিন মোড়ানো ঝুপড়িতে বা অন্যের বাড়িতে। স্বপ্নের বাড়িতে পদার্পণের বার্তায় তারা এখন দিনক্ষণ গুনছেন।
এ ব্যাপারে উপজেলা অফিসার নির্বাহী নূর-ই-আলম সিদ্দিকী জানান, অগ্রাধিকারের ভিত্তিতে গৃহহীনদের জন্য তৃতীয় পর্যায়ের ১২৭টি বাড়ি নির্মাণ ও ভূমি বন্দোবস্ত কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে পুটিমারীর ৭৭টি বাড়ি দেওয়া হয়েছে। টটুয়ারডাঙ্গার ৫০টি বাড়ির চাবি ও দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।