বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ২টি ইঞ্জিনচালিত ফিশিং বোট ও ১টি স্টিল বডির ট্রলার থেকে ৬শ কেজি (১৫ মণ) জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় জড়িত ৩৩ জন জেলেকে আটক করে।
তিনি জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় সদর উপজেলার চরমোনাই ব্রিজ সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালায় কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশন। পরে ২টি ইঞ্জিনচালিত ফিশিং বোট ও ১টি স্টিল বডির ট্রলারে তল্লাশি করে ৬শ কেজি (১৫ মণ) জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় মাছ ধরার কাজে জড়িত থাকায় ৩৩ জন জেলেকে আটক করে কোস্টগার্ড।
পরে ফিশিং ট্রলার ও স্টিল বডিতে জাটকা ছাড়াও অন্যান্য মাছ থাকায় বরিশাল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে আটককৃত জেলেদের মুচলেকা নিয়ে বোট ও ট্রলারসহ ছেড়ে দেওয়া হয়।
এছাড়া মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কেএম শফিউল কিঞ্জল জানান, আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি দমনের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।