Home ৬৪ জেলা বাজুস শক্তিশালী সংগঠনে পরিণত হওয়ার পথে

বাজুস শক্তিশালী সংগঠনে পরিণত হওয়ার পথে

বগুড়ায় মতবিনিময় সভায় বক্তারা

by Nahid Himel

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহসভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেছেন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বাজুসের দায়িত্ব নেওয়ার পর দেশে উৎপাদিত বিশ্বমানের অলংকারকে বিশ্বজয়ের হাতিয়ার করার উদ্যোগ নিয়েছেন। তাঁর দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বে স্বর্ণ ব্যবসায় সুবর্ণ সময় ফিরে এসেছে। স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে নবজাগরণ তৈরি হয়েছে। তাঁর নেতৃত্বে আস্থা পেয়ে স্বর্ণ ব্যবসায়ীরা এক প্ল্যাটফরমে দাঁড়াতে শুরু করেছেন।

তাঁর দিকনির্দেশনায় বাজুসের শীর্ষস্থানীয় নেতারা দেশের বিভিন্ন স্থানে ছুটে যাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীদের সব ধরনের সমস্যা সমাধানের জন্য। তিনি দায়িত্ব নেওয়ার পর মাত্র ১০ মাসে বাজুস একটি শক্তিশালী সংগঠনে পরিণত হওয়ার পথে।

আজ মঙ্গলবার বগুড়া শহরের টিএমএসএস মহিলা মার্কেট কমিউনিটি সেন্টারে বাজুস বগুড়া জেলা শাখার আয়োজনে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাজুস বগুড়া জেলা শাখার সভাপতি মতলেবুর রহমান রাতুলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপের ভাইস চেয়ারম্যান ও বাজুস কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মাসুদুর রহমান, বাজুস কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক লিটন হাওলাদার, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপের সদস্যসচিব ও বাজুস কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য রিপনুল হাসান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং সদস্য এনামুল হক সোহেল ও প্রণব সাহা। সভায় স্বাগত বক্তব্য দেন বাজুস বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবু।

সভায় প্রত্যেক স্বর্ণ ব্যবসায়ীকে বাজুসের সদস্য হওয়ার আহ্বান জানিয়ে অতিথিরা বলেন, বগুড়া জেলায় দেড় হাজার স্বর্ণ ব্যবসায়ী থাকলেও বাজুসের সদস্য মাত্র ৬০০ জন। বিপুলসংখ্যক ব্যবসায়ীকে বাইরে রেখে সংগঠনের দাবি-দাওয়া আদায় করা সম্ভব হবে না। সকল ব্যবসায়ী এক থাকলে কেউ হয়রানি করার সুযোগ পাবে না।

এই বিভাগের আরো খবর

Leave a Comment