জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, দেশের চলমান অর্থনৈতিক ও সামগ্রিক সংকট মোকাবিলায় মুক্তিযুদ্ধের চেতনা, ইসলামি মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনায় বি"/>
Home রাজনীতি সংকট মোকাবিলায় সর্বদলীয় ঐক্যের আহ্বান বাবলার

সংকট মোকাবিলায় সর্বদলীয় ঐক্যের আহ্বান বাবলার

নিউজ ডেস্ক

by Nahid Himel

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, দেশের চলমান অর্থনৈতিক ও সামগ্রিক সংকট মোকাবিলায় মুক্তিযুদ্ধের চেতনা, ইসলামি মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সব রাজনৈতিক দলের মধ্যে সর্বদলীয় ঐক্য দরকার।

গতকাল সোমবার নিজ নির্বাচনি এলাকা শ্যামপুর থানার ৫৪নং ওয়ার্ডে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অর্থায়নে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত শাহাদাৎ হোসেন রোডের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বাবলা এসব কথা বলেন।

৫৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সুজন দে, কদমতলী থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান, শ্যামপুর থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা, আসাদ মিয়া, সমির কুমার দাশ, কামাল হোসেন, লিটন আলী, এইচএম রনিসহ স্থানীয় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও পঞ্চায়েত কমিটির নেতারা।

সমাবেশে আবু হোসেন বাবলা আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে অর্থনৈতিক মন্দাভাব দেখা দিয়েছে। আমাদের দেশে বিদ্যুৎ গ্যাস সংকট হচ্ছে- নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। ডলার সংকট দেখা দিয়েছে, কর্মহীন হয়ে পড়ছেন মানুষ, সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। সব মিলিয়ে দেশের পরিস্থিতি সংকটময়। সরকারের একার পক্ষে এ পরিস্থিতি থেকে উত্তরণ করা সম্ভব নয়। এ অবস্থায় সব রাজনৈতিক দলকে যেমন দায়িত্বশীল হয়ে দেশের মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে, তেমিন ভবিষ্যতের কথা মাথায় রেখে দেশের মানুষকে মিতব্যায়ী হয়ে চলতে হবে।
 

19Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

এই বিভাগের আরো খবর

Leave a Comment