গতকাল মঙ্গলবার দুপুরের দিকে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নিজের ফেসবুকে একটি ঔদ্ধর্ত্যপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন। কয়েক শব্দের সেই স্ট্যাটাসে লেখা ‘R.I.P Yellow Journalism.’ হঠাৎ তার এমন আক্রমণাত্মক পোস্টের কারণ কী? কেনইবা এত গোস্বা হলো ছোটপর্দার এই নায়িকার? সে বিষয়ে বিস্তারিত কিছু লেখেননি মেহজাবীন।
মঙ্গলবার সকাল সকাল মেহজাবীনকে জড়িয়ে এক খবর চাউর হয়েছে। খবরটি হলো, নির্মাতা আদনান আল রাজীব ও মেহজাবীন দুই বছর আগে বিয়ের পিঁড়িতে বসেছেন। বিষয়টি সংবাদমাধ্যমেও উঠে আসে। ধারণা করা হচ্ছে, একারণেই হয়তো এমন ঔদ্ধর্ত্যপূর্ণ পোস্ট দিয়েছেন তিনি।
তবে তার বিয়ের ঘটনার সত্যতা যাচাই করতে গেলে মেহজাবীন কোনো সহযোগিতা করেননি। মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ক্ষুদেবার্তা পাঠানো হলেও নীরবতা পালন করেছেন এ তারকা।
আদনানের সঙ্গে বিয়ের খবর প্রকাশ পাওয়ায় হয়তো নাখোশ হয়েছেন এই অভিনেত্রী। সেই রাগেই প্রসব করেছেন এমন আক্রমনাত্মক পোস্ট। নেটিজেনদের অনেকে এমনটা ভাবছেন। পোস্টটির মন্তব্যের ঘরে গিয়ে তারাও তুলেছেন তাদের বিয়ের কথা।
২০১৮ সালে মেহজাবীন ফেসবুকে আদনানের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছিলেন। ক্যাপশনে এ তারকা লিখেছিলেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি। নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে সেখানে।’ ওই পোস্টকে ঘিরেই সামনে এসেছিল তাদের প্রেমের খবর।