সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। ইলন মাস্কের হাতে টুইটার আসার পর থেকেই একের পর এক পরিবর্তন আসছে এতে। শুরুতেই কর্মী ছাঁটাই এরপর সাইটে সাবস্ক্রিপশন ফি নির্ধারণ করে ইলন মাস্ক। এবার ইলন মাস্ক টুইটার থেকেও ব্যবহারকারীদের আয়ের সুবিধা আনছে । টুইটারের মালিক ইলন মাস্ক বলছেন, টুইটারে পোস্ট করে আয় করতে পারবেন ব্যবহারকারীরা।
টুইটারে সব ধরনের কনটেন্টের জন্য মনিটাইনেশন আসছে বলেই জানিয়েছেন ইলন মাস্ক। তবে টুইটার থেকে আয়ের ঘোষণা করলেও কীভাবে মনিটাইজেশন শুরু হবে তা এখনও জানাননি ইলন। এই মুহূর্তে টুইটারে টেক্সট ছাড়াও ছবি ও ভিডিও পোস্ট করা যায়।তবে টুইটারে এখন লম্বা পোস্ট করারও সুবিধা আসছে বলেই ইঙ্গিত দিচ্ছেন ইলন। এতদিন একটি টুইটে সর্বোচ্চ ২৮০ ক্যারেকটার পোস্ট করা যায়। সম্প্রতি মাস্কের পোস্টে এই সীমা বাড়ানোর ইঙ্গিত মিলেছে। সূত্র: ম্যাশেবল