বৃহত্তর জাতীয় ঐক্যের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ করছে বিএনপি। গতকাল বুধবার বিকালে এর অংশ হিসাবে তিনটি দলের সঙ্গে বৈঠক করে তারা। বৈঠকে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে ঐকমত্য পোষণ করে দলগুলো।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংলাপে অংশ নেওয়া দলগুলো হচ্ছে মাইনরিটি জনতা পার্টি, বাংলাদেশ ন্যাপ ও বাংলাদেশের সাম্যবাদী দল। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। তিন দলের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।
বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কয়েক বছরে আমাদের অর্থনীতি এতটাই ক্ষতি করেছে যে আজকে যখন একটা সংকট তৈরি হয়েছে তা সামাল দেওয়ার সামর্থ্য সরকারের নেই। ইতোমধ্যে রিজার্ভের পরিমাণ অনেকটাই কমে গেছে। প্রধানমন্ত্রী নিজেই বলছেন দুর্ভিক্ষ আসবে। তিনি অর্থনীতি ও জ্বালানি সংকটের কথা বলছেন। সরকারের মন্ত্রীরা বলছেন দিনে বাতি জ্বালানো থেকে বিরত থাকতে হবে। সবকিছু আমদানি নির্ভর করাতে আজকে দেশ সত্যিকার অর্থেই একটা বড় সংকটে পড়েছে।