বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আওয়ামী লীগ আবারও ‘আগুন সন্ত্রাস’ করে বিরোধী দলের আন্দোলনকে দমানোর জন্য মাস্টারপ্ল্যান করছে।
গতকাল শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ শঙ্কা প্রকাশ করেন ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে কোটি কোটি টাকা ব্যয় করে সরকার নিজেদের লোক ও গোয়েন্দা সংস্থাকে দিয়ে বাসে আগুন লাগিয়ে মানুষ পুড়িয়ে মেরে বিএনপির ওপর দোষ চাপিয়েছে। বর্তমানে আবার আগ বাড়িয়ে শেখ হাসিনা অগ্নিসন্ত্রাসের কথা বলছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য রহস্যজনক।
ফরিদপুরের বিভাগীয় গণসমাবেশে বাধা দেয়ার অপচেষ্টা চলছে অভিযোগ করে রিজভী বলেন, গভীররাতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে হুমকি দিচ্ছে পুলিশ। কিন্তু সব বাধা-বিপত্তি উপেক্ষা করে এরই মধ্যে ফরিদপুর শহরে বিভাগের বিভিন্ন জেলা থেকে জনগণ ও নেতাকর্মী আসতে শুরু করেছে। শনিবার ফরিদপুরের গণসমাবেশটি হবে ঐতিহাসিক।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া,তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।