Home ৬৪ জেলা নীলফামারীতে ডিজিটাল সেন্টারের যুগপূর্তি উদযাপন

নীলফামারীতে ডিজিটাল সেন্টারের যুগপূর্তি উদযাপন

নিউজ ডেস্ক

by Nahid Himel

নীলফামারী থেকে সপু বসুনিয়া  ৷৷ ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১ : সবার জন্য স্মার্ট সেবা’ শ্লোগানে জেলায় ডিজিটাল সেন্টারের একযুগপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুগপূর্তির আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মির্জা মুরাদ হাসান বেগের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম, সহকারী কমিশনার নাহিদুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের (আইসিটি) সহকারী প্রোগ্রামার রতন কুমার রায় প্রমুখ।
সভায় জেলার ৬০ ইউনিয়ন, চার পৌরসভা এবং ছয় উপজেলার ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। এসময় তারা নিজেদের সাফলতার চিত্র তুলে ধরে বক্তব্য দেন। উদ্যোক্তারা সরকারের ডিজটাল পরিসেবাগুলো খুব সহজে এবং দ্রুততম সময়ের মধ্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন। শেষে সেখানে ডিজিটাল সেন্টারের ১২ বছর পূর্তির কেক কাটা হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Comment