২০২৪ সাল নাগাদ বাণিজ্যিকভাবে ফ্রান্সে ড্রোন ট্যাক্সি সেবা চালু হবে। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) এই সেবার জার্মান কোম্পানি ভলোকপ্টার পরীক্ষামূলকভাবে প্যারিসের আকাশে প্রথমবারের মত ড্রোন ট্যাক্সি উড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বড় ড্রোনের মত দেখতে"/>
Home জাতীয় প্যারিসের আকাশে প্রথমবার উড়ল ড্রোন ট্যাক্সি

প্যারিসের আকাশে প্রথমবার উড়ল ড্রোন ট্যাক্সি

নিউজ ডেস্ক

by Nahid Himel

২০২৪ সাল নাগাদ বাণিজ্যিকভাবে ফ্রান্সে ড্রোন ট্যাক্সি সেবা চালু হবে। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) এই সেবার জার্মান কোম্পানি ভলোকপ্টার পরীক্ষামূলকভাবে প্যারিসের আকাশে প্রথমবারের মত ড্রোন ট্যাক্সি উড়িয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বড় ড্রোনের মত দেখতে ভলোকপ্টারের ওই এয়ারক্রাফ্টটি প্যারিসের বাইরের একটি বিমানঘাঁটি থেকে কেবল একজন যাত্রী নিয়ে উড্ডয়ন করার পর চারপাশে সংক্ষিপ্ত প্রদক্ষিণ করে।

এ ব্যাপারে ভলোকপ্টারের প্রধান নির্বাহী ডার্ক হুক বলেন, আগামী ১৮ মাসের মধ্যে এয়ারক্রাফ্ট নিবন্ধিত করা হবে। এরই প্রস্তুতি চলছে এখন। আশা করছি, ২০২৪ সাল নাগাদ সংক্ষিপ্ত আকারে বাণিজ্যিক ফ্লাইট শুরু করতে পারব। ওই সময়ে প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে।

 

 

 

এই বিভাগের আরো খবর

Leave a Comment