তিন দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার।
গতকাল শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় তিনি ঢাকায় এসে পৌঁছান। তার সঙ্গে বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেকও রয়েছেন।
জানা গেছে, সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার। এ ছাড়া সফরকালে তিনি বিশ্বব্যাংক সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গেও বৈঠক করবেন।
আজ রোববার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থ সচিব ফাতিমা ইয়াসমিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খানের সঙ্গে মার্টিন রাইসার বৈঠকে বসবেন।
এর আগে, ঢাকা সফরের বিষয়ে মার্টিন রাইসার বলেন, আমি বাংলাদেশে সফরে আসতে পেরে আনন্দিত। আমি বাংলাদেশ সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে আলোচনা করব, যা বাংলাদেশকে টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে রাখতে সহায়ক হবে।