Home রঙ্গমঞ্চ কাতারে গান গাইবেন না ডুয়া লিপা

কাতারে গান গাইবেন না ডুয়া লিপা

নিউজ ডেস্ক

by Nahid Himel

গতকাল রোববার (২০ নভেম্বর) কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করছেন পপ গায়িকা ডুয়া লিপা, এমন খবর অস্বীকার করেছেন এই ব্রিটিশ তারকা। তিনি বলেছেন, মানবাধিকার পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আমি কাতার সফর করব না।

বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে অভিবাসী শ্রমিকদের ওপর অমানবিক অত্যাচার এবং সমকামিদের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে ইতোমধ্যে কাতার সমালোচিত হয়েছে।

ডুয়া লিপা অংশ না নিলেও রবি উইলিয়ামস এবং বিটিএস এর জং কুক কাতার বিশ্বকাপে পারফর্ম করবেন বলে জানা গেছে।২০২১ সালের ফেব্রুয়ারিতে গার্ডিয়ান পত্রিকা তাদের একটি প্রতিবেদনে বলেছে, কাতারে বিশ্বকাপের বিড জেতার পর থেকে এখন পর্যন্ত ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ছয় হাজার পাঁচশ অভিবাসী কর্মী মারা গেছে।

যদিও কাতার সরকার বলছে যে, মোট সংখ্যাটি বিভ্রান্তিকর, কারণ বিশ্বকাপ সম্পর্কিত কাজে বর্ণিত সংখ্যার বিদেশি লোক কাজ করেনি।২৭ বছর বয়সী এই গায়িকা রোববার (১৩ নভেম্বর) ইন্সটাগ্রামে এক পোস্টের মাধ্যমে আগেই বিষয়টি ব্যাখ্যা করেছেন।তিনি লিখেছেন, অনেক গুঞ্জন শোনা যাচ্ছে যে আমি কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গান করছি। আমি সেখানে পারফর্ম করছি না। এ বিষয়ে আমার সঙ্গে কারও কখনও আলাপও হয়নি।তিনি আরও বলেন, আমি দূর থেকে ইংল্যান্ডকে উৎসাহ দেব। আমি কাতারে সেদিনই যাব যেদিন দেশটির মানবাধিকার পরিস্থিতির উন্নতি হবে। বিশ্বকাপ আয়োজনের শর্ত যেদিন দেশটি পূর্ণ করবে।

কসোভার-আলবেনিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বাবা-মায়ের আবাস লন্ডনে জন্ম নেওয়া লিপা কাতারে না খেলার জন্য প্রথম নাম নয়।এর আগে স্যার রড স্টুয়ার্ট এই বিশ্বকাপে পারফর্ম করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।সানডে টাইমসকে তিনি বলেছেন, এখন থেকে ১৫ মাস আগে আমাকে সেখানে পারফর্ম করার জন্য প্রস্তাব করা হয়েছিল। আমি তা প্রত্যাখ্যান করেছিলাম।

ডুয়া লিপা (/ˈdə ˈlpə/আলবেনীয় উচ্চারণ: [dua liːpa]; জন্ম ২২ আগস্ট ১৯৯৫) একজন ব্রিটিশ গায়িকা, গীতিকার এবং মডেল।৪][৫] ১৪ বছর বয়স থেকেই, তার সংগীত জীবন শুরু হয়, তখন তিনি ইউটিউবে অন্য শিল্পীদের গান কভার করতেন এবং তা পোষ্ট করতেন, ২০১৫ সালে তিনি ওয়ার্নার মিউজিক গ্রুপ এর সাথে চুক্তিবদ্ধ হন, এবং পরে খুব শীঘ্রই তার প্রথম আত্বপ্রকাশকারী একক প্রকাশ করেন। ২০১৬ সালে ডিসেম্বর মাসে, লিপাকে নিয়ে বানানো একটি তথ্যচিত্র দ্য ফেডার ম্যাগাজিন দ্বারা অনুমিত হয়, যেটির শিরোনাম ছিল “সি ইন ব্লু”। [৬] ২০১৭ সালের জানুয়ারীতে, তিনি ইবিবিএ পাবলিক চয়েস অ্যাওয়ার্ড জিতে যান। [৭] তিনি তার আত্বপ্রকাশকারী অ্যালবাম , ডুয়া লিপা প্রকাশ করেন ২০১৭ সালের ২রা জুন। অ্যালবামটিতে তার ৭টি একক স্থান পায়, যেগুলোর মধ্যে সেরা ১০ নম্বরের মধ্যে থাকা “বি দ্য ওয়ান” এককটিও ছিল এবং “নিউ রুলস” নামে এককটিও স্থান পায়, যেটি সেরা গানের তালিকায় সবার উপরে স্থান পেয়েছিল।

প্রাথমিক জীবন

লিপার জন্ম ১৯৯৫ সালের ২২ আগস্ট ইংল্যান্ডের লন্ডন শহরে। তার বাবা-মা আলবেনিয়ান, তারা কসোভোতে বসবাস করতেন, তারা ১৯৯০ সালের দিকে প্রিস্টিনা শহর ত্যাগ করেছিলেন।[৪][৫] তিনি খন্ডকালীন সময়ের জন্য সায়েলভিয়া ইয়ং থিয়েটার স্কুল ভর্তি হয়েছিলেন,[৮] ২০০৮ সালের কসোভোতে তার পরিবারসহ আবারও চলে আসার পরে।[৩] লিপা তার বাবার গান শুনে বড় হয়েছিলেন, তার বাবা ডুকাগজিন লিপা ছিলেন আলবানিয়ান-কসোভার রক সংগীত শিল্পী।[৩][৯] ১৪ বছর বয়স থেকেই তিনি প্রিয় সংগীত শিল্পীদের গান কভার করে তিনি তা ইউটিউবে পোষ্ট করতে শুরু করেন, তার প্রিয় সংগীত শিল্পীদের মধ্যে পিঙ্ক এবং নেলী র্ফুরনাটো ছিলেন অন্যতম।[১০][১১] যখন তার বয়স ১৫ বছর, তখন তিনি একজন গায়িকা হবার আশা নিয়ে আবারও লন্ডনে ফিরে আসেন।[১২] এর কিছুকাল পরেই, তিনি একজন মডেল হিসেবে কাজ করতে শুরু করেন।[১০]

সংগীত জীবন

২০১৫–বর্তমান: ডুয়া লিপা এবং সি ইন ব্লু

২০১৫ সালে, লিপা তার আত্বপ্রকাশকারী অ্যালবামের জন্য ওয়ার্নার মিউজিক গ্রুপয়ের সাথে কাজ করতে শুরু করেন। [১০] ২০১৫ সালের আগস্ট মাসে, তিনি প্রথম একক “নিউ লাভ” প্রকাশ করেন ,[১৩] যেটি প্রযোজনা করেছিলেন এমিল হাইনি এবং এন্ড্রিউ অয়াএট্ট। [১০] তিনি তার দ্বিতীয় একক “বা দ্য ওয়ান” প্রকাশ করেন, যেটির গীতিকার ছিলেন লুসি “পাওস” টেইলর ,[৫] যেটির প্রকাশকাল ছিল ২০১৫ সালের অক্টোবরে। [১৪] তার “বি দ্য ওয়ান” এককটি পুরো ইউরোপ জুরে সাফল্য পেয়ে যায়, যেটি বেলজিয়াম,[১৫] পোল্যান্ড এবং স্লোভাকিয়ার তালিকা গুলোতে এক নম্বর স্থানে উঠে আসে, পাশাপাশি তার সাথে ১১টি ইউরোপিয়ান অন্চলে সেরা ১০ নম্বরে উঠে আসে। এবং অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই গানটি রেডিও স্টেশন গুলোতে সর্বাধিক চালানো গানের সফলতা পেয়ে যায়, সেখানে যথাক্রমে সেরা ৬ এবং ২০ নম্বরে উঠে আসে। [১৬] লিপা তার গানের শৈলীকে বর্ণনা করতে গিয়ে একে “ডার্ক পপ” হিসেবে আখ্যা দিয়েছেন। [১৪] ২০১৫ সালের ৩০শে ডিসেম্বর, বিবিসি লিপাকে তাদের সাউন্ড অব…২০১৬ এর লং লিষ্টেরের মধ্যে তার নাম প্রকাশ করে। [১১] ২০১৬ সালের জানুয়ারী থেকে তার প্রথম ইউরোপ এবং যুক্তরাজ্য সফর শুরু হয়। [৩] ২০১৬ সালের নভেম্বরে লিপা ইউরোপ সফরের মাধ্যমে তার যাত্রা অবসান করেন। [১৭] ২০১৬ সালের ১৮ই ফেব্রুয়ারি ,লিপা তার তৃতীয় একক “লাষ্ট ড্যান্স” প্রকাশ করেন, পরে এর অনুসরণে ৬ই মে আরেকটি একক “হটার দেন হেল” প্রকাশ করেন। “হটার দেন হেল” এককটি বিশ্বজুড়ে সাফল্য পেয়ে যায়, বিশেষত ভাবে এটি যুক্তরাজ্যের তালিকায় সেরা ১৫ নম্বরে উঠে আসে। [১৮] ২৬ আগস্টে, তিনি তার ৫ম সামগ্রিক একক “ব্লো ইয়র মাইন্ড (উম্মা)” প্রকাশ করেন। এটি তার প্রথম একক যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট ১০০ গানের তালিকায় ৭২ নম্বরে উঠে আসে। [১৯] তার সাথে “ব্লো ইয়র মাইন্ড (উম্মা)” এককটি বিলবোর্ড ড্যান্স ক্লাব সংস এর তালিকায় সবার উপর স্থান করে নেয়। chart[২০] এবং বিলবোর্ড মেইনস্ট্রিম টপ ৪০ চার্টের তালিকায় ২৩ নম্বর স্থান দখল করে নেয়। [২১] বিশ্বের অন্য দেশেও, গানটি মাঝারী পরিমানে সাফল্য পেয়ে যায়, বেলজিয়াম,[১৫] হাংগেরী, নিউজিল্যান্ড এবং স্কটল্যান্ডেও সেরা ২০ নম্বরে উঠে আসে, এবং যুক্তরাজ্যে এটি সেরা ৩০ নম্বরে উঠে আসে, যেটি এই গায়িকার ব্রিটিশ অঞ্চলের মধ্যে ২য় সর্বোচ্চ তালিকায় স্থানকারী তার কোন একক। [১৮] নভেম্বর ২০১৬ সালে, শন পল একটি একক “নো লাই” প্রকাশ করেন যেখানে তার সহ শিল্পী হিসেবে কন্ঠ দিয়েছিলেন লিপা। [২২] ২০১৬ সালে ডিসেম্বর মাসে, লিপাকে নিয়ে বানানো একটি তথ্যচিত্র দ্য ফেডার ম্যাগাজিন দ্বারা অনুমিত হয়, যেটির শিরোনাম ছিল “সি ইন ব্লু”।[৬] ২০১৭ সালের জানুয়ারীতে, মার্টিন গ্যারিক্স, “স্কেয়ার্ড ট্যু বি লোনলী” নামে একটি একক প্রতাশ করেন, সেখানে তার সাহায্যকারী শিল্পী ছিলেন ডুয়া লিপা। [২৩] তিনি তার আত্বপ্রকাশকারী স্টুডিও অ্যালবামডুয়া লিপা প্রকাশ করেন ২০১৭ সালের ২রা জুন। [২৪] এই অ্যালবামটির ৭ম একক “নিউ রুলস“, তার সংগীত জীবনের প্রথম কোন গান যেটি কোন তালিকায় সবার উপরে উঠে আসে, এককটি যুক্তরাজ্যের সেরা গানের তালিকায় ১ নম্বরে স্থান পেয়েছিল। [১৮]

এই বিভাগের আরো খবর

Leave a Comment