সারা বিশ্বে যখন রাজনৈতিক, অর্থনৈতিক মন্দায় নানাবিধ সংকট তৈরি হচ্ছে; ঠিক তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা প্রতিকূলতার মাঝেও মেধা ও প্রজ্ঞা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের উন্নয়ন কার্যক্রম থেমে নেই। দেশব্যাপী সড়ক, সেতুসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।
নেতাকর্মীদের উদ্দেশে সালমা ইসলাম এমপি বলেন, করোনাভাইরাসের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এখন সারা বিশ্ব স্থবির। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও খাদ্য সংকট দেখা দিয়েছে। এ সময় হতদরিদ্র মানুষ অতিকষ্টে পরিবার-পরিজন নিয়ে কোনোমতে বেঁচে আছেন। তাই আমাদের মানুষের পাশে থেকে তাদের উন্নয়নের জন্য রাজনীতি করতে হবে। জাতীয় পার্টি দেশ, মানুষ ও জনগণের কল্যাণে রাজনীতি করে, দেশের উন্নয়নে কাজ করে।
তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আমলে সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এর মধ্যে ঢাকা শহর রক্ষা বাঁধ, দেশের বেশ কয়েকটি বৃহত্তম নদীতে সেতু নির্মাণ ছাড়াও নারী শিক্ষার ব্যাপক প্রসার লাভ করে। আমাদের পার্টির প্রয়াত চেয়ারম্যান এরশাদ সাহেবের আত্মার শান্তি কামনা করি।
এদিন সালমা ইসলাম জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনতে ও দোহার-নবাবগঞ্জে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে প্রতিনিধি সভায় মো. জুয়েল আহমেদকে সভাপতি, আবুল হোসেনকে সহ-সভাপতি, খলিলুর রহমানকে সাধারণ সম্পাদক ও শেখ বোরহান হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন।
অপরদিকে হায়দার বেপারীকে সভাপতি, জানে আলমকে সাধারণ সম্পাদক ও বশির আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে দোহার উপজেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির নেতা মো. আলী খান, মশিউর রহমান, মো. টিপু মিয়া, কফিল উদ্দিন, এমএ মজিদ, আসাদুজ্জামান চৌধুরী, মান্নান মাস্টার, সাহিদুল হক খান ডাবলু, আফজাল সিকদার, হায়াত আলী, আয়নুল হোসেন চৌধুরী, সোলায়মান মেম্বার, তাজুল ইসলাম, আব্দুস সালাম, ইয়াছিন রবিন, আতাহার হোসেন, সাবুল হোসেন, ওয়াসিম আহমেদ, বাহার উদ্দিন, মতিন মেম্বার, মনির হোসেন, ফরিদ হোসেন, অমল দাস, মহিউদ্দিন মাতবর, সাইজউদ্দিন, মো. সেলিম, মো. হারুন, শাহীন পত্তনদার, আজিজুর রহমান শোভন, নারী নেত্রী রেশমা আজাদ, মো. মাহিন, ছাত্রসমাজের সজল শীল, নাফিজ আহমেদ, শুভ্র তালুকদার, মাসুদ রানা প্রমুখ।