Home জাতীয় অল্পের জন্য রক্ষা পেলেন ট্রেনের শত শত যাত্রী

অল্পের জন্য রক্ষা পেলেন ট্রেনের শত শত যাত্রী

নিউজ ডেস্ক

by Nahid Himel

দিনাজপুরে আলু বোঝাই ভটভটির সঙ্গে একতা এক্সপ্রেস নামে একটি ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রেনে থাকা শত শত যাত্রী।

গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে বিরল উপজেলার ধামইড় ইউনিয়ের গোবিন্দপুরের মেহেরবাগ অরক্ষিত রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ভটভটির চালক নিখোজ রয়েছেন।

দিনাজপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত সুপারেন্টেডেন্ট মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

প্রত্যক্ষদর্শী আমিনুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলের অদূরেই দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে রেলক্রসিংয়ের সামনে গিয়ে দেখি ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে আলু বোঝাই ইঞ্জিন চালিত ভটভটির সংঘর্ষ হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, কোনো লাইনম্যান ছাড়াই এই রেলক্রসিংয়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ও যানবাহন চলাচল করে। এদিন অল্পের জন্য ট্রেনের অনেক যাত্রী প্রাণে বেঁচে গেছেন।

এই বিভাগের আরো খবর

Leave a Comment