সুনামগঞ্জের দিরাইয়ে আজমল হোসেনের মৃত্যুর সঙ্গে আওয়ামী লীগের সম্মেলনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আজমল হোসেন স্ট্রোক করে মারা গেছেন। তার মৃত্যু কোনোভাবেই সম্মেলনের সঙ্গে যুক্ত নয়।
গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দিরাই উপজেলা সম্মেলনকে কেন্দ্র করে ওখানে ছোটখাটো একটা ঘটনা ঘটেছিল। কিন্তু পরবর্তীতে সম্মেলন সুন্দরভাবে শেষ হয়। সকালে পত্রিকায় দেখলাম একজন মারা গেছেন। অথচ সম্মেলনের আশপাশে কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, কেউ যদি সম্মেলনে মারা যায়, সেক্ষেত্রে তো প্রমাণ থাকবে। আজমল হোসেন স্ট্রোক করে মারা গেছেন, আপনারা (সাংবাদিক) খোঁজ নিয়ে দেখেন। তিনি দুবাইয়ে ছিলেন, সম্প্রতি দেশে আসনে। তার বাড়ি সম্মেলন স্থল থেকে অনেক দূরে। তিনি বাড়িতে ছিলেন, সম্মেলনের ধারে কাছেও ছিলেন না। সম্মেলনে ঘটনা ঘটেছে ১টায়। ৩টা বাজে আজমলের পরিবার তাকে হাসপাতালে নিয়ে গেছে।