Home জাতীয় এমপি হিসেবে শপথ নিলেন শাহদাব আকবর

এমপি হিসেবে শপথ নিলেন শাহদাব আকবর

নিউজ ডেস্ক

by Nahid Himel

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন শাহদাব আকবর চৌধুরী লাবু। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে।

গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম।শপথগ্রহণ শেষে ফরিদপুর-২ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর শপথ বইয়ে স্বাক্ষর করেন।এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৫ নভেম্বর ফরিদপুর-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৬৮ হাজার ৮১৪টি ভোট পেয়ে নির্বাচিত হন সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর।

এই বিভাগের আরো খবর

Leave a Comment