জাতীয় পার্টির (জাপা) সব পদ–পদবি থেকে অব্যাহতি পাওয়া সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা দাবি করেছেন, আমি মনে করি, এটা দেবর-ভাবির সম্পর্ক, এর বেশি অবনতি ঘটবে না। এখন যা চলছে, এটাও মিটে যাবে।’
গতকাল সোমবার (২১ নভেম্বর) বিকেলে রংপুর নগরের দর্শনা এলাকার এরশাদ পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির নেতারা উপস্থিত থাকলেও রংপুর জেলা ও মহানগর জাপার কোনো নেতা সেখানে উপস্থিত ছিলেন না।
জি এম কাদেরের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই মন্তব্য করে তিনি আরও বলেন, ‘বরং উনি (জি এম কাদের) আমার সঙ্গে দ্বন্দ্ব তৈরি করে আমাকে দল থেকে বহিষ্কার করেছেন। আমি এরশাদ সাহেব এবং জি এম কাদেরের সময় মহাসচিব ছিলাম। কাউন্সিলের মাধ্যমে আমি মহাসচিব হয়েছিলাম। উনি (জি এম কাদের) আমার প্রাথমিক সদস্যপদ পর্যন্ত বাতিল করে দিয়েছেন। অথচ এর কোনো কারণ জানাতে পারেননি। তবে আমি আশা করি, কোনো দ্বন্দ্ব থাকবে না, একসময় এটা ঠিক হয়ে যাবে।’
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রসঙ্গে রাঙ্গা বলেন, জাতীয় পার্টি মানেই লাঙল। আর লাঙল যার কাছে থাকবে, তিনিই হবেন জাতীয় পার্টির প্রার্থী। দলের মহাসচিব রংপুরে যাঁকে মনোনয়নপত্র দিয়েছেন, সেটা বৈধ হতে পারে না। কারণ, দলের গঠনতন্ত্র অনুযায়ী মনোনয়ন দেওয়ার ক্ষমতা তাঁর নেই। মহাসচিব অযাচিতভাবে মোস্তফাকে মনোনয়ন দিয়েছেন। চেয়ারম্যান এখন আইনি সমস্যার কারণে মনোনয়নপত্রে স্বাক্ষর করতে পারছেন না। তবে এই সমস্যাও থাকবে না। দ্রুত সবকিছুর সমাধান হয়ে যাবে।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে জাপার প্রেসিডিয়াম সদস্যসহ দলের সব পদ-পদবি থেকে মসিউর রহমানকে অব্যাহতি দেওয়া হয়। জাপার চেয়ারম্যান জি এম কাদের দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে এই অব্যাহতি দেন।