Home রাজনীতি পঁচাত্তরের পুনরাবৃত্তি বাংলার মাটিতে হতে দেব না: নানক

পঁচাত্তরের পুনরাবৃত্তি বাংলার মাটিতে হতে দেব না: নানক

নিউজ ডেস্ক

by Nahid Himel

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগ সামরিক শাসকের গর্ভ থেকে তৈরি হওয়া কোনো দল নয়। আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না। পঁচাত্তরের পুনরাবৃত্তি আমরা মুজিব সেনারা বেঁচে থাকতে বাংলার মাটিতে আর হতে দেব না।

যশোরে সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মিসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, বিএম মোজাম্মেল হক, মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার প্রমুখ।

প্রধান অতিথি জাহাঙ্গীর কবির নানক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। সারা দেশে কেবলই উন্নয়নের ছোঁয়া। শেখ হাসিনা এ দেশের মানুষকে শিক্ষার নিশ্চয়তা দিয়েছেন। ঠিকানাবিহীন মানুষকে দিয়েছেন ঠিকানা।

নানক বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ডিজিটাল বাংলাদেশে উন্নীত হয়েছে। যার সুবিধা নিচ্ছে বিএনপি-জামায়াতিরা। ওই অপশক্তি ডিজিটাল প্রযুক্তির সুবিধা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। অথচ দেশের উন্নয়ন তাদের চোখে পড়ে না।

কর্মিসভায় উপস্থিত নেতারা ২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহবান জানান।

এই বিভাগের আরো খবর

Leave a Comment